বন্দর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে গতিশীল করার লক্ষে বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর ঝাউতলাস্থ নুপুর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন বলেন, আমরা রাজনীতি করি জনগনের সেবা ও কল্যানের জন্য। গত ৫ আগস্টের পূর্বে শ্রমিক দলের ব্যানার ধরার মত কোন লোক পেতাম না। এখন বিএনপি নেতাকর্মী অভাব নেই।
দল ভারি করার জন্য দোসরদের দলে ডুকাবেন না। আমার নেত্রী বলেছিল সাপকে বিশ্বাস করকেন কিন্তু আ’লীগকে নয়। এরা বিষধর সাপের চেয়েও ভয়ংকর। তিনি আরো বলেন,সামনে নির্বাচন আসছে। আপনারা এখন থেকে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রীয়। জাতীয়তাবাদী শ্রমিক দলকে শক্তিশালী করার জন্য বন্দরে দোসর মুক্ত ওয়ার্ড কমিটি করার আহবান জানাচ্ছি। বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মোঃ শফিউদ্দিন শফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনপ্রধান বক্তা হিসেবে ছিলেন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির,বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন, আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বন্দর থানা শ্রমিক দলের সদস্য সচিব গরিব, বন্দর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ, মদনপুর শ্রমিক দলের সভাপতি মোস্তফা, ধামগড় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ বন্দর উপজেলা শ্রমিক দলের নেতা আবু সুফিয়ান ও বন্দর ইউনিয়ন শ্রমিক দলের নেতা জাকির হোসেনসহ বন্দর উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।