কোনো কূটকৌশল বা ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না:মাওলানা জব্বার

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

শুরুতেই তিনি মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানান।

তার বক্তব্যে তিনি বলেন, “কোনো কূটকৌশল বা ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না। কোনো জুলুমবাজকে জুলুম করতে দেওয়া হবে না, কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আগামী দিনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজে আমরা শাসক নয়, সেবক হতে চাই।”

মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “আগামী দিনে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি জনগণকে রুখতে পারবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আমীর মোস্তফা কামাল। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কামরুল হাসান রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *