ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে মোহাম্মদ কামরুজ্জামান নামের এক গার্মেন্টস ব্যবসায়ী ২৪ লাখ টাকা হারিয়েছেন। উল্লেখ্য, তিনি গাজীপুরের টঙ্গীতে ‘জ্যাকস্ সোয়েটার লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন।
জানা গেছে, সম্প্রতি মুন্সিগঞ্জের মাওয়া রোডের হলদিয়া মৌজায় নিজের জমি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন কামরুজ্জামান। বিজ্ঞাপন দেখে চক্রটি তার সঙ্গে যোগাযোগ করে এবং জমি কেনার কথা বলে পরিচিতি গড়ে তোলে। পরবর্তীতে তারা ঘনিষ্ঠতা বাড়িয়ে রোলেক্স ঘড়ির ব্যবসায় লাভের প্রলোভন দেখায়।
গত ৭ আগস্ট সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার একটি ভাড়া বাসায় ব্যবসায়ী কামরুজ্জামান নগদ ২৪ লাখ টাকা দেন আবুল কালাম নামের এক ব্যক্তির হাতে। শর্ত ছিল এক সপ্তাহের মধ্যে মূলধনসহ লভ্যাংশ ফেরত দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দেওয়া হয়নি। উল্টো নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে প্রতারক চক্র টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে এবং ব্যবসায়ীকে খুন করে গুম করার হুমকি দেয়।
কামরুজ্জামান জানান, সরল বিশ্বাসে টাকা দেওয়ার পর তিনি বুঝতে পারেন যে এটি একটি সংঘবদ্ধ প্রতারণা। তিনি পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা বলছেন, এ ধরনের সংঘবদ্ধ প্রতারণার শিকার আরও অনেকে হয়েছেন। ভুক্তভোগীরা দ্রুত আইনের সহায়তা না নিলে এ চক্র আরও বড় ধরনের অপরাধ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।