ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে নারায়ণগঞ্জবাসীকে আশ্বাস দিয়েছেন অন্তবর্তী কালীন সকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি বলেন, আমরা চাই পূজা যেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে সবাই মিলেমিশে আনন্দ উদযাপন করতে পারে।
তিনি জানান, এবছর সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবক থাকবেন ৭ জন করে, পাশাপাশি আনসার সদস্য থাকবেন ৮ জন করে। এছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অতিরিক্ত ৮০ হাজার স্বেচ্ছাসেবকও মাঠে নামবে।
জাহাঙ্গীর আলম বলেন, আমি মন্দির ঘুরে দেখেছি, কোথাও কোনো সমস্যা নেই। পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করতে হবে। এজন্য প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শুরু থেকেই ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা রয়েছে। সরকারি বাহিনীর পাশাপাশি মণ্ডপ কমিটিগুলোও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রেখেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এটা শুধু আমরা বলছি না, পূজা উদযাপন পরিষদের নেতারাও বলছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নারায়ণগঞ্জে বরাবরের মতোই বজায় আছে এবং এ ধারা অব্যাহত থাকবে।