সোনারগাঁয়ে মদিনা মেরিটাইম শ্রমিকদের বিক্ষোভ

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় কোম্পানির নিজস্ব চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন।

একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলেও প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দিচ্ছে না কোম্পানি কর্তৃপক্ষ। বরং নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, ২০২২ সাল থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন,শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই, সার্টিফিকেট বাতিলসহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক জসিম উদ্দিন জানান,সরকারের নির্ধারিত ন্যূনতম বেতনও আমরা পাচ্ছি না। উল্টো জাহাজে অনিচ্ছাকৃত ক্ষতি হলে জরিমানা হিসেবে আমাদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এতে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

অভিযুক্ত নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন। পরবর্তীতে তিনি আর কোনো ফোন রিসিভ করেননি।

তবে কোম্পানির স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সাথে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার মোহাম্মদ রিয়াদ, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সুজন, আক্তার হোসেনসহ প্রায় ৯০০ শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *