বন্দর প্রতিনিধি:
বন্দরে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ কেএনসেন রোড এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী নূরে আলম (৪৫) একই এলাকার ইসমাঈল ওরফে ইসমা মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪২) ও একই এলাকার বিল্লাল মিয়ার স্ত্রী রত্না আক্তার (৩০)।
বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক খাইরুল বাশার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে ধৃতদের মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে।
এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে বিভিন্ন রকমের মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর কেএনসেন রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ উল্লেখিত মাদক কারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।