ফতুল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফতিল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাজীগঞ্জ এলাকার ইমামউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বামী মাসুম মিয়া শ্বশুরকে ফোন দিয়ে জানান, ঋতু আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে ওই ভাড়া বাসায় ওঠেন দম্পতি। তিন বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

নিহতের বাবা মো. কাশেম মিয়া অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের বাইরে তালা দেওয়া ছিল। আমার বিশ্বাস, মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।”

ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *