ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইর বেকারী গলি তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত ডিগ’ বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের অংশগ্রহণে টুর্নামেন্টটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান ইসলাম ইমন।
সভাপতির বক্তব্যে জুম্মান ইসলাম ইমন বলেন , আমরা মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ে তুলি। এই স্লোগানের মতো আমরাও আমাদের জীবনে মাদক থেকে দূরে থাকবো আর এই মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আমার এলাকার তরুণ সমাজকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জনাব মোঃ আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়তেরনগর বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ আলফালা জামে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জিলানী ফকির, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, আলফালা জামে মসজিদের ইমাম মো কাউছার কাসেমী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাতসহ এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। স্থানীয় দর্শকরা খেলায় উৎসাহ যোগাতে মাঠে ভিড় করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে।