দুর্গাপূজায় সোনারগাঁয়ে যুবদলের উপহার বিতরণ


সোনারগাঁ প্রতিনিধি

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলেমিশে একসাথে উৎসব উদযাপন করে আসছে যুগ যুগ ধরে। এরই অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এ কর্মসূচি সম্পন্ন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দীনের নির্দেশনায় এ আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন।


স্থানীয় নেতাকর্মীরা উপহার সামগ্রী বিতরণের সময় পূজামণ্ডপের পুরোহিত ও কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা জানান, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী। উপহার সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত নেতারা বলেন, আমরা চাই, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুন। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতির অংশ।
পূজা উদযাপন কমিটির নেতারা যুবদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা বাড়ায়। উপহার সামগ্রী গ্রহণ করতে আসা অনেকেই জানান, এ আয়োজন তাদের কাছে শুধু সামগ্রী নয়, বরং ভরসা ও সম্প্রীতির প্রতীক।


এবারের শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সোনারগাঁওসহ নারায়ণগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। স্থানীয় প্রশাসনও পূজা মণ্ডপগুলোতে নির্বিঘ্নে উৎসব আয়োজনের জন্য সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *