রিয়াদ চৌধুরী সার্বিক সহোযোগিতায় ফতুল্লায় সড়ক সংস্কার

ফতুল্লা প্রতিনিধি

চলাচলের অনুপোযোগি হয়ে পরা ফতুল্লার পোস্ট অফিস -শিবু মার্কেট সড়কটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সার্বিক সহোযোগিতায় মেরামত করে দিয়েছেন শ্রমিক দল নেতা বাদল প্রধান ।

এতে সড়কটিতে চলাচলকারী অটো এবং মিশুক,সিএনজি, কভারভ্যান সহ সকল প্রকার গাড়ীর চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে। ফতুল্লা রেল লাইন বটতলা থেকে শিবু মার্কেট বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটিতে কম করে হলেও অর্ধশাতিক স্থানে বড় বড় গর্তের সৃস্টি হয়ে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগি হয়ে পরেছিলো।

এ রাস্তায় চলাচলকারী যানবাহন সহ পথচারীদের ভোগান্তি চরমে পৌছায়। বৃস্টি হলে সেই ভোগান্তি ভয়াভহতায় রুপ নেয়। পানিতে তলিয়ে থাকা গর্তে পরে প্রতিদিনই কোন না কোন যানবাহন দূর্ঘটনার শিকার হয়। তখন পায়ে হেটে ও চলাচল করতে পারেনা পথচারীরা। স্থানীয় গণ্যমাধ্যমে এ সড়কটি নিয়ে বিস্তর লেখালেখি হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ তা মেরামতে জনসাধারণের ভোগান্তি লাগবে এগিয়ে আসেনি।

রাস্তাটি মেরামতে ও কেউ এগিয়ে আসেনি। সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সার্বিক সহোযোগিতায় রাস্তাটি মেরামতে বৃস্টির ভিতর ভিজে ইটের টুকরো ও বালু দিয়ে ছোট -বড় গর্তগুলি ভরাট করে অনেকটাই চলাচলের উপোযোগি করে তুলছে। এতে স্থানীয় পথচারীরা ও বিভিন্ন চালকদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন নানা শ্রেনীর পেশাজীবি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *