কাশিপুরে এলাকার নাম পাল্টানোর পায়তারায় সাইদুরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট  

নারায়ণগঞ্জের কাশিপুরের চর কাশিপুর কামাল বাজার এলাকায় বৈষম্য বিরোধী মামলার আসামি ও আওয়ামী দোসর হিসেবে পরিচিত সাইদুরের বিরুদ্ধে স্থানীয় জনতা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় মানুষ অংশ নেন ঝাড়ু মিছিল ও মানববন্ধনে।

প্রতিবাদে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, সাইদুর মূলত এই এলাকার মানুষ নন। তিনি অন্য এলাকার বাসিন্দা হয়েও চর কাশিপুরে এসে স্থানীয়দের নাম পরিচয় ও ঐতিহ্য ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছেন। তারা বলেন, জন্ম থেকে এলাকার মানুষ “চর কাশিপুর” নামের পরিচয়ে পরিচিত। কিন্তু সাইদুর সুপরিকল্পিতভাবে এলাকার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন, যা স্থানীয়দের অস্তিত্ব ও পরিচয়ের ওপর সরাসরি আঘাত।

বক্তারা আরও জানান, সাইদুর পরিকল্পিতভাবে একটি মসজিদের সাইনবোর্ডে এলাকার নাম পরিবর্তন করে নতুন সাইনবোর্ড ঝুলিয়ে দেন। স্থানীয়রা তা দেখে প্রতিবাদ জানিয়ে বোর্ড খুলে নাম মুছে দিয়ে পুনরায় সঠিক নাম স্থাপন করেন। অথচ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাইদুর অপপ্রচার চালান যে, নাকি স্থানীয়রা মসজিদে হামলা ও মারধর করেছে। স্থানীয়রা দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বৈষম্য বিরোধী মামলার আসামি কীভাবে সংবাদ সম্মেলন করে? তিনি মিথ্যা তথ্য প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। অথচ বাস্তব হলো, তার উদ্দেশ্যই এলাকার নাম পরিবর্তন করে নিজেদের স্বার্থ হাসিল করা।”

প্রতিবাদে অংশগ্রহণকারীরা দৃঢ় কণ্ঠে বলেন, চর কাশিপুরের নাম পরিবর্তনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। যদি সাইদুর দ্রুত এই অপচেষ্টা থেকে সরে না দাঁড়ান, তবে স্থানীয় জনতা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

স্থানীয়রা এ সময় হাতে ঝাড়ু নিয়ে সাইদুরের বিরুদ্ধে শ্লোগান দেন এবং তাকে চর কাশিপুর থেকে অবাঞ্চিত করার দাবি জানান। তারা স্পষ্ট করে বলেন, “আমরা আমাদের এলাকার অস্তিত্ব রক্ষায় যেকোনো আন্দোলনে নামতে প্রস্তুত।”

প্রতিবাদ কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিয়েছেন, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তারা মেনে নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *