আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে চারটার মধ্যে বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা নাগাদ বৃষ্টি শুরু হলে দড়ি বিশনন্দী গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়ার স্ত্রী রান্নাঘরের চুলা ঢাকতে যান। এ সময় তিনি রান্নাঘরে ৩–৪ জন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেয়ে ডাকাত বলে চিৎকার শুরু করেন। ডাকাত দল তখন ইলিয়াস মিয়াকে (৪৫) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা আবারো হামলা চালিয়ে ইলিয়াসের ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেনকে (২৮) আহত করে। এসময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিলে চারপাশ থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
পরে ধাওয়া খেয়ে ডাকাত দলের একজনকে এলাকাবাসী ধরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে—তার নাম নবী (৩২), পিতা লুক্কু মিয়া, গ্রামের বাড়ি পশ্চিম আগুআন্দি, উচিতপুরা ইউনিয়ন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত গৃহবধূ কুলসুম বেগমকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নবীর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।