ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় তৃণমূলের অবস্থানকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় ও মহানগর নেতারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। দলের গুরুত্বপূর্ণ এই আসনে নেতাদের ঐক্যবদ্ধ অবস্থান ও তৃণমূলের মতামতকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে জনগণের রায় ও মতামত সংগ্রহ করে গণজাগরণও গড়ে তোলা হবে।
গত ৩০ শে সেপ্টেম্বর রাতে মনোনয়ন প্রত্যাশি আবু জাফর আহম্মেদ বাবুলের বাসায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠকে তৃণমূলের মতামতকে অগ্রাধিকার দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন দেয়ার বিষয়ে আলাপচারিতা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব,মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ রেজা রিপন, মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর বিএনপি সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বরকতউল্লাহ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না , মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ
এর আগে, ২৮ সেপ্টেম্বর ড. মঈন খান নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনের সময় মহানগর বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে আবু জাফর বাবুলকে হাস্যজ্জল ও উচ্ছ্বাসিত দেখা গেছে।
এছাড়া, ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ উন্নয়নে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং আবু জাফর আহম্মেদ বাবুল। অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি এবং সমর্থন পেয়েই বাবুলের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে বলে তৃণমূলের মধ্যে প্রশংসা পাওয়া যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলকে সামনে রেখে কেন্দ্রীয় ও মহানগর নেতারা মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দলের ঐক্যবদ্ধ চিত্র প্রদর্শন নিশ্চিত করা হবে।