সামগ্রিকভাবে দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে : এ কে এম শহিদুর রহমান

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

বাংলাদেশ হচ্ছে সকল ধর্ম ও গোত্রের মানুষের দেশ—এমন মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, “আমরা সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্মের উৎসব পালন করবো। কোনো ধরনের বাধা বা বিঘ্ন ঘটানোর সুযোগ নেই।”

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব মহাপরিচালক এ কথা জানান।

তিনি বলেন, “সামগ্রিকভাবে দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো আমরা নিয়ন্ত্রণে এনেছি। সারাদেশে প্রায় ৩৫ হাজার পূজা মণ্ডপ হয়েছে, এর মধ্যে মাত্র ৪৯টিতে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রসঙ্গে এ কে এম শহিদুর রহমান বলেন, “সবচেয়ে বড় আনন্দ হবে যেদিন আমরা পূজা, ঈদের নামাজ কিংবা বড়দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা ছাড়া উদযাপন করতে পারবো। সেটিই হবে প্রকৃত ধর্মীয় স্বাধীনতা ও শান্তির প্রতীক। আশা করি, সেই দিন একদিন আসবে।”

তিনি আরও বলেন, আগামী বছর আরও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য র‌্যাব এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ভালোবাসার সম্পর্ক অটুট রাখতে হবে। এ দেশ সব ধর্ম-বর্ণের, সবাই মিলে উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *