আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাকপ্রতিবন্ধী ষোড়শী কিশোরীকে ওরস থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কিশোরী প্রতিবেশী শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে অংশ নিতে যান। অনুষ্ঠান চলাকালীন প্রতিবেশী আসমত আলী তাকে ফুসলিয়ে তুলে নিয়ে যায় দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোপে। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর মা জানান, “অনেক কাকুতি-মিনতি করেও আমার প্রতিবন্ধী মেয়েটিকে সে রেহাই দেয়নি। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসে সব কিছু জানিয়েছে।”

ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার ভুক্তভোগীর পরিবার আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয়রা জানান, প্রতিবছর ওই বাড়িতে ওরসের আয়োজন করা হয় এবং সেখানে মাদকসেবীদের আড্ডাও বসে। কিন্তু কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই এই অনুষ্ঠান হয়ে থাকে। নিরাপত্তার ঘাটতির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন বলেন, “ঘটনার পরই আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, অনুমোদন ছাড়া ওরস ও জনসমাগম আয়োজন বারবার অঘটনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *