ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশা চোর ধরার ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক ইমন মিয়া (২২) মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ইমন মিয়া আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
রোববার (৫ অক্টোবর) রাতের দিকে মারুয়াদী চৌরাস্তা এলাকায় স্থানীয় ইমরান নামে এক ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গেলে ইমন মিয়া ও আরও কয়েকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে চোরকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা হামলা চালায়। এক পর্যায়ে গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি ইমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় ইমনকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।