সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে খোলার পর দেখা যায়, ভেতরে এক তরুণীর মরদেহ। মরদেহের গলায় দড়ি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়।
স্থানীয়রা জানান, সকাল থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তবে স্থানীয়দের অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংবাদকর্মীদের ছবি তুলতে ও কাছাকাছি যেতে বাধা দেয়। এমনকি লাশ উদ্ধারের সময়ও পুলিশ কর্মকর্তারা মৃত ব্যক্তির পরিচয় গোপন রাখার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মৃত যুবক স্থানীয় এক ব্যবসায়ীর আত্মীয় হতে পারেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “একটি বস্তাবন্দি মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের অন্যও চেষ্টা চলছে।