সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির পক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে জনমত সৃষ্টির লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে সানারপাড় এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালে ধানের শীষের পক্ষে মিছিল মিছিল স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, শাহিন আহমেদ, মাহাদী হাসান মিঠু (মহানগর যুগ্ম আহ্বায়ক), আনিসুল হক বাবু (সদস্য, মহানগর যুবদল), কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম (সাবেক আহ্বায়ক, সদর থানা ছাত্রদল ও আহ্বায়ক সদস্য, মহানগর যুবদল)।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদওয়ান হোসেন পাপ্পুর নেতৃত্বে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সুহিন, এম আর কর্নেল (যুগ্ম আহ্বায়ক, থানা স্বেচ্ছাসেবক দল), রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল, মিরাজ, মোঃ শফিকুল ইসলাম প্রিন্স, রাজু আহমেদ, মিজান, মোহাম্মদ রনি, মোঃ সোহাগসহ থানা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ ছাড়াও দশটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মুকুল, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের খান, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ফাহিম, সদস্য জয় সিয়াম আহমেদ সাগর, ৩নং ওয়ার্ড ছাত্রদলের আনাস ও হাবিব, ৮নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি আলামিন, ছাত্রদল নেতা ফয়সালসহ স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
কর্মসূচির মাধ্যমে বিএনপির ৩১ দফা জনসম্মুখে তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করা হয় এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।