ফতুল্লার জামতলায় মোটরসাইকেলযোগে সংঘবদ্ধ ডাকাতি

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জে ফতুল্লার জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে ব্যাটারিচালিত মিশুক থামিয়ে গলায় চাকু ধরে এক পরিবারকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ তিন দুষ্কৃতিকারী। ভোররাতে সংঘটিত এই ঘটনায় লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাক।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে। ভুক্তভোগী পরিবার বর্তমানে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ভুক্তভোগী মোঃ আতিকুর রহমান (৩৭), পিতা: মৃত হাতেম আলী, গ্রাম: ইসলামপুর, জেলা জামালপুর তিনি পেশায় কুয়েত প্রবাসী। তিনি জানান, গত ২৫ তারিখে দেশের বাড়িতে বেড়াতে আসেন।

১৫ অক্টোবর ভোরে জামালপুর থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ চাষাড়া এলাকায় নামার পর মিশুকযোগে বাসায় ফিরছিলেন তিনি ও পরিবারের সদস্যরা। তার সঙ্গে ছিলেন বড় ভাই খাজা মিয়া (৪৫), ছোট ভাই মোক্তার হোসেন (২২) ও ছোট ভাইয়ের শ্যালক বিশাল (১৫)।

হীরা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলযোগে তিনজন দুষ্কৃতিকারী মিশুকের সামনে এসে দাঁড়ায়। তাদের হাতে ধারালো সুইচ গিয়ার ও চাকু ছিল। তারা মিশুক থামিয়ে আতিকুর রহমানের ছোট ভাইয়ের স্ত্রী ও তার বোনের গলায় চাকু ধরে এবং কিশোর বিশালকে জিম্মি করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১ জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য আনুমানিক ৬২,৫০০ টাকা), ৪টি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের চেইন (মোট মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা), রুপার বালা, ব্রেসলেট ও আংটি (মূল্য ১৮,০০০ টাকা), ৪টি হাতঘড়ি (মূল্য ১৬,০০০ টাকা), শিশুদের চার্জার ফ্যান, দুটি স্মার্টফোন (Vivo ও Honor ব্র্যান্ডের), নগদ ২০,০০০ টাকা।মোট লুটের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা

আতিকুর রহমান জানান, আমরা চিৎকার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ডাকাতরা গলায় চাকু ধরে প্রাণনাশের হুমকি দেয়। ভয় পেয়ে কেউ সাহস পাইনি।”
তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, পরনে প্যান্ট ও গেঞ্জি/শার্ট ছিল। তারা নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।

ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলমান আছে। এ কারণে এজাহার দাখিলে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।

ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ শুরু হয়েছে। পুলিশের ধারণা, এটি একটি সংঘবদ্ধ মোটরসাইকেলভিত্তিক ছিনতাই চক্রের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *