এসপি অফিসের সামনে অস্ত্রসহ ৪ কিশোরগ্যাং সদস্য গ্রেপ্তার

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

নারায়ণগঞ্জে জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম এবং ফতুল্লা থানার রাত্রিকালীন কিলো-২ (চাষাড়া থেকে ভুঁইঘর) ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে আরেকটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা পরিষদ ভবন থেকে ফকির গার্মেন্টস যাওয়ার রাস্তার মাথায় অবস্থানরত চারজন ছিনতাইকারীকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ফতুল্লার ইসদাইর এলাকার সোহরাব (২২),মিরাজ (২8) মনজু (৩০), এবং সস্তাপুর এলাকার আলমগীর হোসেন (৩২)

পুলিশ জানায়, কিশোর গ্যাং নামে পরিচিত এই ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত দূরপাল্লার বাসযাত্রীদের লক্ষ্য করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। যাত্রীরা বাস থেকে নামার পর তারা দলবদ্ধভাবে আক্রমণ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিত।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, এই গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *