সোনারগাঁয়ে মেঘনা গ্রুপে ভয়াবহ আগুন

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুনের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। মেঘনা গ্রুপের নিজস্ব পাঁচটি ইউনিট এবং ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ঘটনা ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কারখানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে কারখানার সাইলোতে বিকট শব্দের সঙ্গে আগুন লেগে যায় এবং দ্রুত তা অন্যান্য সাইলোগুলোতেও ছড়িয়ে পড়ে।

সজল সরকার নামে এক কর্মচারী বলেন,“সিড ক্যারেসিন সাইলোতে প্রথম আগুন লাগে, পরে তা দ্রুত অন্যান্য সাইলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি জানান,“আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ তদন্ত শেষে জানা যাবে।”

এদিকে, সংবাদ সংগ্রহের জন্য কারখানায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *