১৫ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট  

রবিবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা অন্তর্গত ১৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষে লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এই ১৫ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মনে রাখবেন আমাদের অভিভাবক ও দলীয় নেতৃত্বের নির্দেশ খুবই পরিষ্কার: কোনো ধরনের সন্ত্রাস, মাদক বা অশালীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা চলবে না। আমরা একটি আদর্শভিত্তিক, নীতিনিষ্ঠ ও গণতান্ত্রিক দল। বিএনপি কখনো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না; আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে, বিশ্বাস করি ভোটের মাধ্যমে পরিবর্তনে।

বিকেল চারটায় শহরের থানা পুকুরপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে, বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে। কিন্তু বিএনপি কখনো সেই পথ অনুসরণ করবে না। আমরা তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন, সুশাসনভিত্তিক ও জনগণের অধিকারনির্ভর রাষ্ট্র গড়তে চাই।

তিনি সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন,
আপনারা প্রত্যেকে আপনার এলাকার প্রতিটি ঘরে ঘরে যান, মানুষের কথা শুনুন, ৩১ দফার বার্তা পৌঁছে দিন, জনগণকে বিশ্বাস করান বিএনপি ক্ষমতায় এলে এই দেশ হবে ন্যায়, সমতা ও স্বাধীনতার সত্যিকারের বাংলাদেশ।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
সভায় সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, এবং সঞ্চালনা করেন ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাওকত আলী লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং কে. এম. মাজাহারুল ইসলাম জেসেফ।
অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন দপ্তর সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন জেকি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা এবং সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *