যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে, তারা জানে প্রতিদিন কতটা কষ্টকর : ডিসি

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ শিশুরা কখনও আমাদের সমাজে বোঝা নয়। তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তারা ভবিষ্যতে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়ক এলাকায় অবস্থিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “যে পরিবারে চ্যালেঞ্জ শিশু আছে, তারা জানে প্রতিদিন কতটা কষ্ট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই শিশুদের অনেকেই বিশেষ প্রতিভাধর। সেই মেধাকে সঠিকভাবে চিহ্নিত করে এগিয়ে নিতে হবে। আমরা যারা এই শিশুদের নিয়ে কাজ করছি, তাদের নির্দিষ্ট সেক্টরের মেধা বিকাশে নিবেদিতভাবে কাজ করতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *