ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, “আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। আমরা জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, তা মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি। এখানে মানুষের সাড়া অভূতপূর্ব। ধানের শীষের প্রতি মানুষের আস্থা রয়েছে।”
বুধবার (২২ অক্টোবর) ফতুল্লার কুতুবপুর এলাকায় ৩১ দফার প্রচার ও ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজীব আরও বলেন, “অনেকে বিএনপির প্রতি মানুষের আস্থাকে দুর্বল করতে প্রচুর রাজনৈতিক প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা চেষ্টা করছি প্রকৃত বিএনপি কেমন, তা মানুষকে তুলে ধরতে।”
তিনি বলেন, “এই এলাকায় দীর্ঘদিন উন্নয়ন হয়নি। ফ্যাসিস্টদের নেতৃত্বে উন্নয়ন না হওয়াই স্বাভাবিক। আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। বিএনপির প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা রয়েছে। আমরা আমাদের কর্মের মাধ্যমে তা প্রতিফলিত করব। বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার মানুষের চাহিদা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”