ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ-এর নামে অনলাইন পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে ভুল ও অসত্য তথ্য প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বুধবার (২২ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে—কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়া সম্প্রতি খানপুরে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। এসব সংবাদ সম্পূর্ণ অসত্য, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, প্রকৃত সত্য হলো—সাহেদ আহমেদ খানপুর এলাকার সন্তান হলেও তার কোনো ব্যক্তিগত অফিস নেই। মহানগর যুবদলের সকল কার্যক্রম পরিচালিত হয় খানপুরে অবস্থিত সংগঠনের একমাত্র অফিস থেকেই। তিনি একজন রাজপথের অকুতোভয় সৈনিক, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং বারবার কারানির্যাতিত নেতা। এমন একজন নেতাকে নিয়ে অসত্য প্রচার গভীর ষড়যন্ত্রের অংশ।
মনিরুল ইসলাম সজল সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংবাদ মাধ্যম জাতির দর্পণ। তাই সাংবাদিক সমাজের প্রতি আমাদের আহ্বান—সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের আগে অবশ্যই সত্যতা যাচাই করা হোক, যাতে কোনো ব্যক্তি বা সংগঠন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়।”
তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়ে গেছে। আমরা চাই—সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করুক, তবে দায়িত্ব ও নৈতিকতার জায়গা থেকেও যেন তারা সজাগ থাকে।
বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সংবাদমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহে নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি সংগঠনটি বলেছে, “আমরা চাই সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে সমাজে আলোর দিশা দেখাবে। কিন্তু ভুল তথ্য প্রচার করলে তার প্রতিবাদ জানানো এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।”
এই প্রেস বিজ্ঞপ্তিটি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) অ্যাডভোকেট মোঃ শাহীন খান স্বাক্ষরিতভাবে গণমাধ্যমে পাঠানো হয়।