হাসিনা গত ১৭ বছরে রাষ্ট্রের কাঠামো ধ্বংস করে দিয়েছে : খোরশেদ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট


বিএনপি রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের ওপর শাসন নয়, বরং সেবা করতে চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সাবেক মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের আগে ও পরে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার কুড়িপাড়া, চেয়ারম্যান বাড়ি ও রুপার বাড়ি এলাকায় সাধারণ জনগণ ও নারী সমাজের মাঝে ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। একইসঙ্গে জনগণের হাতে তুলে দেন বিএনপির ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট।

লিফলেট বিতরণকালে খোরশেদ বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৭ বছরে রাষ্ট্রের কাঠামো ধ্বংস করে দিয়েছে। প্রশাসন থেকে বিচার বিভাগ পর্যন্ত সর্বত্র দলীয়করণ ও দুর্নীতির মহোৎসব চলছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে এই সরকার।”

তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রের শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই। বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করবে। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে—এটাই এখন সময়ের দাবি।”

খোরশেদ জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষ আজ দুঃশাসন ও দুর্নীতিতে ক্লান্ত। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও দেশের সেবা করার সুযোগ দিন।”

বাদ জুমা গলাচিপা জামে মসজিদ ও ডিআইটি রেলওয়ে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের মধ্যেও ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ. সাত্তার ভূট্টো, আনোয়ার মাহমুদ বকুল, মিরাজ হোসেন, ডা. এনায়েত হোসেনসহ মহানগর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদের নেতৃত্বে এ ধরনের জনসংযোগ কার্যক্রম সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে চালানো হচ্ছে। তিনি নিজেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করে দলের কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের দফাগুলো ব্যাখ্যা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনের প্রাক্কালে খোরশেদের এই তৃণমূলমুখী প্রচার বিএনপির জন্য নারায়ণগঞ্জে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *