ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল আন্দোলনে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী তরুণ দলের আওতাধীন বন্দর থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবুল কালাম এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ সামছুল আলম মিলনকে। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন মোঃ আবদুর রহমান। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ নূর মোহাম্মদ, মোঃ মিজানুর রহমান রিগ্যান, মোঃ আল-আমিন, মোঃ হাবীব, মোঃ মনির ও মোঃ আলী আকবর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোঃ সালাম, মোঃ মেহেদী হাসান অপু, মোঃ আক্তার হোসেন, মোঃ মিলন, মোঃ রবিন, মোঃ মফিজ মিয়া, মোঃ মোয়াজ্জল ও মোঃ শাওন।
কমিটি অনুমোদনের পর নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দেলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিএনপিকে ইস্পাতকঠিন আন্দোলনের পথে এগিয়ে নিতে এই নতুন আহ্বায়ক কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।”
স্থানীয় রাজনৈতিক মহলে নতুন নেতৃত্বকে ঘিরে তরুণ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই এই কমিটি সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে