ফতুল্লায় বরিশাইল্লা বাবুর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল 

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে ফতুল্লার এলাকাবাসী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ হাতে ঝাড়ু নিয়ে নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল করেন। মিছিলটি শিবু মার্কেট থেকে শুরু হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন পাম্পে গিয়ে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, নাজমুল হাসান বাবু স্বেচ্ছাসেবক দলের নেতা হয়েও স্বেচ্ছাসেবক দলনেতা মামুন হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী আক্তার-সুমন পরিবারের প্রকাশ্য পৃষ্ঠপোষকতায় লিপ্ত। তিনি ওই সন্ত্রাসী পরিবারের কাছ থেকে গাড়ি উপহার নেওয়াসহ নানা সুবিধা আদায় করেছেন। এলাকাবাসীর দাবি—এই বাবু প্রকাশ্যে আওয়ামী সন্ত্রাসীদের সেলটার দিচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরেক বক্তা বলেন, “এই বাবু বরিশাল থেকে এসে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে ফতুল্লা রেলস্টেশনের কুখ্যাত মাদক ব্যবসায়ী বন্দুক মাসুমের মাদকের সেলসম্যান হিসেবে পরিচিত। এখন গোটা ফতুল্লার মাদক ব্যবসা তার নিয়ন্ত্রণে। যে কেউ তার কথার বিরুদ্ধে গেলেই টর্চার সেলে তুলে নির্যাতন করে।”

এছাড়া বক্তারা অভিযোগ করেন, বাবু এলাকার চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও প্রতারণার রাজ্যে পরিণত করেছে ফতুল্লাকে। বিচার-সালিশের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করছে।

এমনকি টাকার বিনিময়ে দখলবাজদের পক্ষ নিয়ে সাধারণ মানুষের জমি-জায়গা দখল করিয়ে দিচ্ছে তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে।

বক্তারা আরও বলেন, বাবু বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে পুঁজি করে মামলাবাণিজ্যে লিপ্ত। টাকা না পেলে নির্দোষ মানুষকেও মামলায় জড়িয়ে দিচ্ছে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ফতুল্লার মানুষ রাস্তায় নেমে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে। দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বিএনপি নামক বৃহৎ রাজনৈতিক দলটির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা একবাক্যে বলেন—“এই নাজমুল হাসান বাবু এখন ফতুল্লার অভিশাপ। তার দৌরাত্ম্য থামাতে হলে দ্রুত আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *