রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন ও ভাতা বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় ঘণ্টাব্যাপী স্থবির হয়ে পড়ে ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়ক। উত্তেজিত শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় এ শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। গত চার মাস ধরে বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। দোকানে বাকির টাকার চাপ, বাড়িওয়ালার ভাড়া দাবি—সব মিলিয়ে নিত্যপ্রয়োজন মেটাতেই তারা হিমশিম খাচ্ছেন।
শ্রমিকদের অভিযোগ, বুধবার সকালে মালিকপক্ষ মাত্র ২০ দিনের বেতন পরিশোধের প্রস্তাব দেয়, কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত টানা দুই ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন।
কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবির মধ্যে এক মাসের বেতন পরিশোধের চেষ্টা করেছি। তারা তা গ্রহণ করেনি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।”
তবে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ না করলে তারা আবারও আন্দোলনে নামবেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ একই শিল্প এলাকায় এর আগেও কয়েক দফা বেতন বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, শ্রমিকদের নিয়মিত বেতন প্রদান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।