তারা রাষ্ট্রক্ষমতা চান না : খোরশেদ

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমান বলেছেন, তারা রাষ্ট্রক্ষমতা চান না—তারা চান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে, জনগণের সেবা করতে। আওয়ামী লীগ গত ১৭ বছরে মানুষের হক নষ্ট করেছে, আদালত, থানা, মসজিদ ও মার্কেট কমিটিগুলো নিজেদের দখলে রেখে ধ্বংস করেছে। এসব থেকে দেশকে মুক্ত করতে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাই। এই অঙ্গিকার নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ থেকে এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নগরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট, চারারগোপ এলাকার ওষুধ মার্কেট ও আশপাশের দোকানপাটে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির অঙ্গিকার তুলে ধরেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছরে যা যা করেছে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা করবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না। তাহলেই দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে খুন-গুমমুক্ত মানবিক রাষ্ট্র। রাষ্ট্রের কোনো বাহিনী আর কোনো মায়ের সন্তানকে খুন বা গুম করবে না।”

খোরশেদ আরও বলেন, “বিএনপি নেতাকর্মীরা কারো হক নষ্ট করবে না। যারাই সীমা লঙ্ঘন করবে, তারা বিএনপির কেউ নয়। বিএনপি ক্ষমতায় এলে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। হুমকি-ধমকি নয়, জনগণের ভালোবাসা নিয়েই ভোট আদায় করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মো. মিঠু, মুছা মিয়া, মোশারফ, নাহিদ, মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *