৩০০ শয্যা হাসপাতালে স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এই বোর্ডগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিন্টেনডেন্ট) ডা. আবুল বাশারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,মানুষ জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে চিকিৎসার জন্য হাসপাতালে আসে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই এই হাসপাতালগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একসাথে কাজ করছে।

তিনি আরও বলেন,রোগীদের সুবিধার্থে হুইলচেয়ার সরবরাহ, ডেঙ্গু কিট বিতরণ, আয়রন ট্যাবলেট প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জনগণের মনে একটি প্রশ্ন ছিল— সরকারি হাসপাতালে কি সত্যিই কাঙ্ক্ষিত সেবা মেলে? কেউ কেউ অভিযোগ করেন, রোগীদের অযথা ঢাকায় রেফার করা হয়। অথচ হাসপাতালের তথ্যে দেখা যাচ্ছে, প্রতিদিন প্রচুর রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। শুধুমাত্র চলতি মাসেই ৩০০ শয্যা হাসপাতালে প্রায় ৬৫ হাজার রোগী সেবা নিয়েছেন।

তিনি বলেন, এই বাস্তব চিত্র জনসাধারণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতেই হাসপাতালটিতে তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।”

বোর্ডগুলোতে প্রতিদিন প্রদর্শিত হবে, হাসপাতালে আগত রোগীর সংখ্যা ,ইমারজেন্সি বিভাগে ভর্তি রোগীর সংখ্য, অপারেশন থিয়েটারে সম্পন্ন সার্জারির সংখ্যা, কতজন রোগীকে এবং কোন কারণে রেফার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মাধ্যমে হাসপাতালের দৈনন্দিন সেবা কার্যক্রম এখন থেকে জনগণের কাছে উন্মুক্ত থাকবে। ফলে চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, আর নাগরিকদের মধ্যে সরকারি হাসপাতালের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *