ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি যানবাহনকে ৯,০০০ (নয় হাজার) টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে উচ্চ শব্দ সৃষ্টিকারী ৩টি হর্ণ।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ফাইরুজা তাছনিম। এ সময় সোনারগাঁও থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।