যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন পুকুরে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আরমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, সাইফুল আলম সজিবসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,যুবদল শুধু রাজনীতিতে নয়, সমাজের উন্নয়ন ও পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি তরুণ সমাজকে সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

শেষে নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন স্থানে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন এবং চিত্তরঞ্জন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *