ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জে বাদপড়া ও স্কুলবহির্ভূত শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার সকালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সদ্য সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুসাইবা খন্দকারকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করেন। এর মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘টিকা নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচারের’ সরাসরি জবাব দিয়েছেন।
খোরশেদ উপস্থিত অভিভাবকদের উদ্দেশে বলেন, টাইফয়েডের টিকা নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলক অপপ্রচার করছে। অথচ এই টিকা শতভাগ নিরাপদ। আমি আমার মেয়েকে দিয়েছি—আপনারাও নিশ্চিন্তে সন্তানদের টিকা দিন।
স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্র ও শনিবার ছাড়া) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, একটি টিকা মিস করলেও শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই সবাই সন্তানদের নিয়ে আসুন এবং নিরাপদ টিকাটি গ্রহণ করুন।
খোরশেদ আরও জানান, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবেন। আর যারা করেননি, তারাও চলে আসবেন আমরা এখানেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেবো।স্কুল–মাদ্রাসায় রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া হয়নি এমন শিক্ষার্থীদেরও এই কেন্দ্রগুলোতে এসে টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।
স্থানীয় অভিভাবকরা বিনামূল্যে টিকা কার্যক্রম শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্বাস্থ্যকর্মীরাও আশা করছেন, এবার ওয়ার্ডের কোনো শিশুই যেন টিকা থেকে বঞ্চিত না হয়।