সোনারগাঁ প্রতিধিনি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন নির্বাচনী প্রচারণায় নেমেছেন। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সোনারগাঁ পৌরসভার আদমপুর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, “এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই জনগণের শক্তিতেই আগামী দিনে পরিবর্তন আসবে।”
প্রচারণায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সফল সভাপতি খন্দকার আবু জাফর। এছাড়াও সোনারগাঁ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গণসংযোগে অংশ নেন।
প্রচারণাকালে স্থানীয় নেতৃবৃন্দও জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।