ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২১শে সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা প্রধান করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, বিগত ১৭ বছরে পতিত সরকার পরিকল্পিত ভাবে দেশের শিক্ষার মান বিনষ্ট করেছে। পতিত সরকার দেশকে মেধা শূন্য করার হীন উদ্দেশ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অযোগ্য দলীয় লোকদের দ্বারা পরিচালিত করেছিলো এবং শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশকে সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছিলো। গত ৫ই আগষ্ট দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতনের জবাব দিয়ে শিক্ষর্থীরাই গণঅভ্যুত্থান ঘটিয়ে পতিত সরকারকে বিদায় করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মত দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে শিক্ষর্থীদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতেও কখনো পিছনা হয়নি। বর্তমানেও দেশকে অস্থিতিশীল করতে অদৃশ্য শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে। ইনশাআল্লাহ আগামীতেও শিক্ষার্থীদের সাথে নিয়েই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাবো।
মশিউর রহমান রনি আরো বলেন আপনারা জানেন অন্তর্বতীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দিয়েছে। দেশের শিক্ষার মান উন্নয়নের লক্ষে আপনারা শিক্ষার্থীরা বাসায় বাবা-মা আত্নীয়স্বজন সবাইকে ধানের শীষ প্রতীক ভোট দিতে বলবেন। জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সর্ব প্রথম দেশের শিক্ষার মান উন্নয়ন করবে। শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ পাবে। স্কুল,কলেজ,ভার্সিটিতে শিক্ষার সুষম পরিবেশ তৈরী করে দিবে। গরীব ও প্রত্যান্ত অঞ্চলের শিক্ষর্থীদের বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা করে দিবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান লিটন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম লুৎফুননেছা, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন,সহ-সভাপতি শরিফ হোসেন মানিক, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুতাহের আজাদ,যুবদল সভপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক জসিম, ছাত্রদল সভাপতি জুম্মন, যুবদল নেতা,রতন,মুরাদ হাসান,প্রান্ত,অভি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আকাশ,ফরহাদ।