রূপগঞ্জে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপকের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে শতাধিক অভিভাবক ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।

অভিভাবক বাবুল মিয়া অভিযোগ করেন, “বিদ্যালয়ের চাল ভাঙা থাকায় পানি পড়ে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। প্রতি বছর বাজেট বরাদ্দ থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। বরং প্রশ্ন করলে নানা টালবাহানা করেন। আমরা তার দ্রুত বদলি চাই।”

বিদ্যালয়ের জমিদাতা মুমিন মিয়া বলেন, “প্রধান শিক্ষক নিয়মিত ডিউটি করেন না। জমির দালালি করাই তার মূল কাজ। ফলে কয়েক বছরে ছাত্র সংখ্যা ৫০০ থেকে নেমে মাত্র ২৪ জনে দাঁড়িয়েছে। সম্প্রতি ফ্যান, বৈদ্যুতিক তার ও আসবাব চুরি হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।”

স্থানীয় জালাল উদ্দিন জানান, “গত ১৫ সেপ্টেম্বর ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও তিনি দাম্ভিক ভঙ্গিতে বলেন, তাকে স্কুল থেকে তাড়ানোর মতো লোক নেই।”

অভিভাবক কুলসুম বেগম বলেন, “তার ভাষা ও আচরণ অত্যন্ত খারাপ। তিনি বদমেজাজী এবং নিজের ইচ্ছামতো স্কুল পরিচালনা করেন। আমরা তার অপসারণ চাই।”

এর আগে, গত ২৫ জুলাই বিদ্যালয়ের দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক নওরোজের প্রতিনিধি নাজমুল হোসেনকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেন হরিকান্ত সরকার। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিককে ‘বেয়াদবের বাচ্চা’ বলে গালাগাল ও মারধরের হুমকি দেন।

ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হোসেন বলেন, “আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। তবুও ওই দাম্ভিক শিক্ষক বহাল তবিয়তে রয়েছেন।”

এ বিষয়ে প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপকের মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *