দাউদপুর ইউনিয়ন বিএনপির সমাবেশে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বেলদী মাদরাসা মাঠে আয়োজিত এ সমাবেশে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়ন করব, জনগণের অধিকার ফিরিয়ে আনব এবং সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করব।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ’-এর তীব্র সমালোচনা করেন। তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দাউদপুর ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকার আহ্বান জানান।

স্থানীয় নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি পূর্ণাঙ্গ রূপরেখা, যার মাধ্যমে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *