নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইয়াবাসহ শাহীন (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে তাকে ৭২ পিস ইয়াবাসহ আটক করা হয়। শাহীন ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ২৮ নম্বর কার্যকরী সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে শাহীন প্রভাবশালী নেতা নজরুল ইসলাম বাবুর ভাগনি জামাই রবিনের ছত্রচ্ছায়ায় থেকে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। পরে, ৫ আগস্টের পর বিএনপির পরিচয়ে স্থানীয়দের ওপর নানা নির্যাতন চালান। ১৫ দিন আগে ওরশের নামে চাঁদাবাজি করতে গিয়ে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন ওরশ বন্ধ করে দেয়। এলাকাবাসীর অভিযোগ, তিনি বিএনপির নাম ব্যবহার করে মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন, যা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শাহীনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর কাছে আটটি অভিযোগ জমা পড়েছে। এছাড়া, তিনি বিএনপি নেতাদের ছবি ব্যবহার করে এলাকায় পোস্টারিংও করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, “শাহীন বিএনপির কেউ নন। তিনি শুধুমাত্র দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে এসব অপরাধ করছেন।”
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, “শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”