তিন অসহায় নারীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের তিন অসহায় ও দুস্থ নারীকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া নারীদের মধ্যে একজন হলেন সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার বাসিন্দা, অটোচালক নাছিমা। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে লালন-পালনের দায়িত্ব তার কাঁধে আসে। জীবন-জীবিকার তাগিদে অটো চালিয়ে সংসার চালান তিনি। তার কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলকে সম্মান জানিয়ে জেলা প্রশাসক তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

আরেকজন সহায়তা পাওয়া নারী হলেন ফতুল্লার কুতুবপুর এলাকার নাজমা বেগম, যিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

তৃতীয় নারী, বন্দর থানার চরঘারমোরা এলাকার সানজিদা ইসলাম। স্বামী পরিত্যক্তা এই নারী এক সন্তানের জননী এবং চরম দুঃসময়ের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তার কঠিন পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এই সহায়তা পেয়ে তিন নারীই জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের অন্যান্য অসহায় মানুষের দুঃসময়ে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *