
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও দিগুবাবুর বাজারের ব্যবসায়ীদের রমজান মাসে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, তিনি বিভিন্ন দোকানে গিয়ে বিক্রেতাদের অতিরিক্ত মুনাফা না করার পরামর্শ দিচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
তবে, এই উদ্যোগ কিছু স্বার্থান্বেষী মহলের বিরাগভাজন হয়েছে। ৭ ও ৮ মার্চ, ২০২৫ তারিখে, ৫ থেকে ৭ জনের একটি দল টিপুর বিরুদ্ধে মিছিল করে তাকে চাঁদাবাজ আখ্যা দেয়। অভিযোগ রয়েছে, এই ব্যক্তিরাই দিগুবাবুর বাজারে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। বিশেষ করে, ৫ আগস্টের পর থেকে তাদের নেতৃত্বে বাজারে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে আবু আল ইউসুফ খান টিপু জানান, “জাকির খানের ভাই মামুন খান, বাজার কমিটির সভাপতির ছেলে বিল্লাল এবং শহরের দুই নম্বর রেলগেট এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বান্টি, যারা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত, তারা আমার বিরুদ্ধে এই মিথ্যাচার করছে। আমি মীর জুমলা সড়কে অবৈধভাবে দোকান বসাতে নিষেধ করায় তারা আমাকে টার্গেট করেছে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগকে সরিয়ে তারা বাজারে চাঁদাবাজি করছে, যা আমার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।”
টিপু আরও বলেন, “এভাবে যদি ভালো কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে কেউ আর ভালো কাজে আগ্রহী হবে না। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা ভালো করে দেখুন কারা পারিবারিকভাবে চাঁদাবাজ ও অপরাধী। তাদের আইনের আওতায় আনুন, নইলে সংকট আরও বৃদ্ধি পাবে।”
এই পরিস্থিতিতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন, যাতে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত হয়।