বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৪১) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশুটির চাচা মো. নান্নু হাওলাদার (৩৮) এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার শেখ সাদীর ছেলে এবং ঢাকার ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রুহুল আমিন ঢাকার কলাবাগান এলাকা থেকে কৌশলে ওই শিশু গৃহকর্মীকে ভুল বুঝিয়ে বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে আসে। সেখানে সুযোগ পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে রাতে শিশুটিকে কলাবাগানে ফিরিয়ে দেওয়ার সময় শহরের দুই নং রেলগেট এলাকায় পৌঁছালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রুহুল আমিনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “ঘটনার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি নিয়মিত তদন্তাধীন রয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন অপরাধের কথা স্বীকার করেছে।
এদিকে এ ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলেন, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, কিন্তু এমন ন্যাক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তারা অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।