নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান: ছাত্র আন্দোলনের সংগঠকসহ দুইজন আটক

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। রোববার, ৯ মার্চ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে ৪টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক জিদান হোসেন এবং তার সহযোগী ইকবাল হোসেন।

হাসপাতাল ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, জিদান হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে হাসপাতালের বিভিন্ন স্টাফদের ভয়ভীতি দেখিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছিল। পাশাপাশি, সে হাসপাতালে মাদক সেবন ও বিক্রির সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। কয়েকজন ভুক্তভোগী সরাসরি সেনাবাহিনীর কাছে বিষয়টি জানালে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে হাসপাতালের ভেতর থেকে জিদান ও ইকবালকে আটক করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান জানিয়েছেন, জিদান হোসেন সংগঠনের জেলা কমিটির একজন সংগঠক ছিলেন। তার আটকের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ বাশার বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। তাদের একজন ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আগে রং মিস্ত্রির কাজ করা জিদান হোসেন ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর সংগঠনের সঙ্গে যুক্ত হয়। পরবর্তী সময়ে সে মাদক ব্যবসা ও দালালচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে সহযোগীসহ আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *