নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কড়া বার্তা: সংগঠনের নামে ফেসবুকে অপপ্রচার নিষিদ্ধ



নারায়ণগঞ্জ মহানগর যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সংগঠনের কোনো নেতাকর্মী অনুমতি ছাড়া যুবদলের নামে ফেসবুক পেজ, ব্যানার বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন না।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর নির্দেশক্রমে জানানো হয়েছে যে, সংগঠনের স্বীকৃত ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রচারিত তথ্যের দায়-দায়িত্ব দল নেবে না।

যুবদল নেতারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সংগঠনের নাম ব্যবহার করে যারা ব্যক্তিগত স্বার্থে ভুল তথ্য, গুজব বা মনগড়া পোস্ট করছেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় নেতা-কর্মীরা কোনো বিভ্রান্তিকর পোস্ট দিলে বা অপপ্রচার চালালে, সংগঠন তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
এ বিষয়ে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল আলম সাজীব প্রেস বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন এবং তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে। তবে কিছু ব্যক্তি এখনো ফেসবুক ও অনলাইনে অনুমতি ছাড়াই সংগঠনের নামে প্রচারণা চালাচ্ছেন।
যুবদল জানিয়েছে, সংগঠনের অনুমোদিত পেজ ছাড়া অন্য কোথাও দলীয় প্রচারণা নিষিদ্ধ এবং যারা এই নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস বিজ্ঞপ্তি
নরায়ণগঞ্জ মহানগরের আওতাধীন জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সদয় অবগতির জন্য আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর নির্দেশক্রমে জানানো যাইতেছে যে, যুবদল নেতাকর্মীদের কোন প্রকার সাংগঠনিক নিয়ম বিরোধী কার্যক্রম, উশৃঙ্খল আচরণ ও দুষ্কর্মের দায় সংগঠন নিবে না। কোন ব্যক্তি বিশেষ কোন প্রকার অপকর্মে লিপ্ত হইলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। এছাড়াও যুবদলের পরিচয় ব্যবহার করে যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন প্রকার ফেস্টুন, ব্যানার, পোষ্টার লাগিয়েছেন এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশনার পরেও উক্ত ফেস্টুন ব্যানার ও পোষ্টার অপসারন করেননি সে সকল ব্যক্তিবর্গ অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে উক্ত ব্যানার, ফেস্টুন অথবা পোষ্টার অপসারন করিবেন। এবং ভবিষ্যতে ব্যানার, ফেস্টুন অথবা পোষ্টার করার প্রয়োজন হইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর অনুমতিক্রমে উক্ত ব্যানার, ফেস্টুন অথবা পোষ্টার করার জন্য নির্দেশ প্রদাণ করা হইল। ইহার ব্যত্যয় ঘটিলে কোন প্রকার কারণ দর্শানো ব্যাতীত কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *