
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে এ মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ, নারায়ণগঞ্জের সংগঠক তানজিম, জুবায়ের হোসেন তামজিদ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “দেশের জনগণের প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক শক্তি বাংলাদেশে বিদ্যমান। ৫ আগস্ট জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সেই অপশক্তির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিভক্তি তৈরি হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ গ্রহণ করে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে রাজনৈতিক ঐক্য খুবই জরুরি। কারণ এখনো ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা সক্রিয় রয়েছে। ভবিষ্যতে যেই নেতৃত্বেই দেশ পরিচালিত হোক না কেন, একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
ইফতার মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।