বিকেএমইএ ও সেনাবাহিনীর আয়োজনে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের আহ্বান

১৮ মার্চ ২০২৫, বিকেএমইএ ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায়, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ১৯ রমজান (৩১ মার্চ ২০২৫) এর মধ্যে ১৫ মার্চ পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, যারা শ্রম অসন্তোষ সৃষ্টির জন্য ইন্ধন দিচ্ছেন, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক রাজিব চন্দ্র ঘোষ, মেজর আয়াজ, লেফটেন্যান্ট কর্নেল আমিন, শিল্প পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক আসাদুজ্জামান, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারসহ বিকেএমইএ’র সদস্য কারখানার মালিকগণ।

এই সভায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং শ্রমিকদের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *