যানজট নিরসনে কমিউনিটি পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান

রমজান মাসে যানজট কমাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। বুধবার (৫ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের হাতে চেক হস্তান্তর করেন।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। যানজট নিরসনে ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন এবং কমিউনিটি পুলিশের জন্য সহায়তা দিয়েছেন।

চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ ব্যবসার প্রাণকেন্দ্র। যানজট কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে, যাতে ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, যানজট কমাতে পুলিশ কাজ করছে এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চেম্বার অব কমার্সের ইফতার মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার ও মো. মজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *