
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে হাসিব (২৮) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই মো. বাবু বাদী হয়ে ২০ মার্চ (বৃহস্পতিবার) সকালে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতার ও অভিযান
হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রমজান মিয়া ও রবিন মিয়া নামে দুজনকে গ্রেফতার করেছে।
- রমজান মিয়া: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
- রবিন মিয়া: একই এলাকার দুলাল ওরফে টাক দুলালের ছেলে।
পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যুবদল নেতা শামীম মিয়ার বহিষ্কার
চনপাড়ায় অপরাধ সাম্রাজ্যের আধিপত্য বিস্তার নিয়ে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
“পেশীশক্তি প্রদর্শন ও সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে শামীম মিয়াকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,
“বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।”
পুলিশের বক্তব্য
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন,
“হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
বর্তমানে চনপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।