রূপগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ থানা জামায়াতে ইসলামী আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার।

১১ মার্চ (বুধবার) বিকেলে গাউছিয়ার একটি হোটেলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ওমর ফারুক। এছাড়া বক্তব্য রাখেন—নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন,মাওলানা সাইফুল ইসলাম সিরাজী,মাওলানা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে মমিনুল হক সরকার বলেন, “নামাজ ও রোজার মতোই যাকাত একটি ফরজ ইবাদত। যাদের ওপর যাকাত ওয়াজিব, তারা নির্ধারিত হারে তা আদায় না করলে গুনাহগার হবেন এবং তাদের সম্পদও অপবিত্র হয়ে যাবে।” তিনি আরও বলেন, বাংলাদেশে যারা সামর্থ্যবান, তারা যদি যথাযথভাবে যাকাত প্রদান করেন, তাহলে খুব কম সময়ের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, “যাকাত কোনো দান বা অনুকম্পা নয়, বরং এটি ধনীদের সম্পদে আল্লাহ নির্ধারিত অধিকার।” তিনি বলেন, দেশে দারিদ্র্য, বেকারত্ব এবং সম্পদের অসম বণ্টনের সমস্যা যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই দূর করা সম্ভব।

মমিনুল হক সরকার বলেন, “জামায়াতে ইসলামী সরকার নয়, তবুও সীমিত সামর্থ্যের মধ্যে অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।” তিনি সকল সামর্থ্যবান ব্যক্তিকে এই প্রচেষ্টায় শরিক হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা ইসলামের আলোকে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে যাকাত আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *