শীতলক্ষ্যা নদীর মাটি লুট: বিআইডব্লিউটিএ’র মামলা

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরভূমির মাটি লুটের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মামলা করেছে। বুধবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী সমন্বয় কর্মকর্তা মো. রমিজউদ্দিন বন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বন্দরের বক্তারকান্দি ও দেউলী চৌরাপাড়া এলাকায় প্রতিদিন গভীর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি এস্কাভেটর ও ট্রাক ব্যবহার করে সরকারের অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর তীরভূমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে নদীর তীরভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবৈধ কার্যক্রম বন্ধে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *